ব্যাবসা-বাণিজ্য
বেতাগী উপজেলা নদী বেষ্টীত হওয়ায়, নদীকে ঘিরে এ উপজেলার ব্যবসা-বণিজ্য আবর্তিত হয় । বেতাগী, মোকামিয়া ও বদনী খালী তিনটি লঞ্চ ঘাটেরনদী পথের মাধ্যমে এ উপজেলার সকল মালামাল আনানেওয়া হয়। নদী বেষ্টীত হওয়ায় এ উপজেলায় শিল্পের তেমন বিকাশ ঘটেনি। এখানকার নদীগুলোয় বিভিন্ন প্রজাতির প্রচুর মাছ পাওয়া যায়, মাছ ক্রয় বিক্রয় কে কেন্দ্র করে স্থানীয় ভাবে বেতাগী, ঝোপখালী ও অন্যান্য হাট বাজারে বড় মাছের বাজার গডে উঠেছে যেখান থেকে দেশের বিভিন্ন স্থানের ক্রেতারা মাছ ক্রয়করে সারা দেশে সরবরাহ করে |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস