১। উপজেলা নির্বাহী অফিসারের সাথে যে কোন নাগরিক সমস্যা নিয়ে দেখা করতে পারবেন কি ?
উত্তরঃ জি পারবেন, তবে এ জন্য পূর্বেই প্রশাসনিক কর্মকর্তার কাছ থেকে সময়সূচী জেনে রাখা উত্তম।
২। জন্মনিবন্ধন সনদের রেজিস্ট্রেশন সংশোধ্ন করতে কি উপজেলা নির্বাহী অফিসারের সাথে দেখা করতে হবে?
উত্তরঃ না, নাগরিকগন সংশ্লিষ্ট পৌরসভা/ইউনিয়নের প্রযোজনীয় কাজগপত্র সহযোগে অনলাইনে আবেদন করবেন।
উপজেলা নির্বাহী অফিসার ৭/১০ কর্ম দিবসের মধ্যে বিধিমোতাবেক অনুমোদন করে দিবেন। এই জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকটের আসার কোন প্রয়োজন নেই।
৩। জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য কোথায় আবেদন করতে হবে।
উত্তরঃ জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকটে বিধিমোতাবেক আবেদন করবেন।
প্রশ্ন ৪: নামজারী/খারিজ করতে কি করতে হয়?
উত্তরঃ নামজারীর জন্য নির্ধারিত আবেদন পত্রে ৫ টাকার ননজুডিশিয়াল কোর্র্ট স্ট্যাম সহ আবেদনপত্রের সাথে দলিলের ফটোকপি, মূল রেকর্ডের সেত্যায়িত কপি, ওয়ারিশান সনদ (প্রযোয্য ক্ষেত্রে) সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে/উপজেলা ভূমি অফিসে জমা প্রদান করে রশিদ বুঝে নিতে হয়। পরে যে তারিখে হাজির হতে বলবেন সেই তারিখে শুনানিতে হাজির হতে হয়। কাগজ পত্র সঠিক থাকলে পরবর্তী তারিখে বা ঐ তারিখেই ডিসিআর বাবদ ২৪৫/= টাকা জমা প্রদান করে । এ বিষয়ে বিস্থারিত জানতে উপজেলা ভূমি অফিসে খোজ করুন।
প্রশ্ন ৫ঃ লৌহ ও ইস্পাতজাত/ সিমেন্ট/ মিল্কফুড/ সিগারেট/ সুতা/ কাপড়/ জুয়েলারী/ স্বর্ণালংকার প্রস্ত্ততকারক (গোল্ডস্মিথ)/ সিনেমা হল / আবাসিক হোটেল/ রেস্তোরাঁর লাইসেন্স পাওয়ার পদ্ধতি কি?
উত্তরঃ জেলা প্রশাসকের কার্যালয়, বরগুনার ব্যবসা ও বাণিজ্য শাখা থেকে নির্দিষ্ট ফরম সংগ্রহপূর্বক পুরণ করে আনুষঙ্গিক কাগজপত্র ও লাইসেন্স ফি জমার চালানের মূলকপিসহ জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হবে। আবেদন ফরমের সাথে আনুষঙ্গিক কাগজপত্র হিসাবে
ক) ট্রেড লাইসেন্স।
খ) নাগরিকত্ব সনদ।
গ) দোকান/স্থাপনার মালিকানা/ভাড়া সংক্রান্ত কাগজপত্র, খাজনার রশিদ।
ঘ) জন্ম নিবন্ধন/ভোটার আইডি কার্ড।
ঙ) লাইসেন্স ফি জমার চালানের মূল কপি।
চ) হোটেল ও রেস্তোরার ক্ষেত্রে ফায়ার সার্ভিসের সনদ এবং সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত হোটেলে কর্মরত
কর্মচারীদের স্বাস্থ্যগত সনদ। ইত্যাদি কাগজপত্র প্রদান করা প্রয়োজন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS